
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানার বিরুদ্ধে মামলা








দায়ের করেছেন তামিমা সুলতানার প্রথম স্বামী রাকিব হাসান। মিস্টার হাসানের আইনজীবী ইশরাত হাসান বিবিসি বাংলাকে বলেছেন,








আদালত ‘তামিমা সুলতানার স্বামী’ রাকিব হাসানের জবানবন্দী গ্রহণ করেছেন এবং বিষয়টি তদন্তের জন্য পুলিশ ব্যুরো
অব ইনভেস্টিগেশন পিবিআইকে নির্দেশ দিয়েছে আদালত। মার্চের ৩০ তারিখের মধ্যে তদন্ত প্রতিবেদন আদালতে জমা
দিতে বলাহয়েছে পিবিআইকে। মিস্টার হাসান তামিমা সুলতানাকে তার স্ত্রী দাবি করে গত কয়েকদিন ধরে
গণমাধ্যমে কথা বলে আসছেন। বিষয়টি নিয়ে বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক আলোচনা চলছে।